স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের মাস্টারপাড়ায় প্রতিষ্ঠিত জেলার লীড শিশু-কিশোর সংগঠন 'ষড়ঋতু-জগদল'এর পূর্ণাঙ্গ কমিটি গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। ওইদিন পঞ্চগড়ের সীমান্ত অমরখানা ইউনিয়নের স্যালিলেনটি গার্ডেনের বাংলোতে সংগঠনের ইফতার মাহফিল শেষে এক সভায় এই কমিটি গঠন করা হয়। 

২০২৫-২০২৭ সাল মেয়াদের জন্য গঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর মোঃ আব্দুর রহিমকে, সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রাসেল ইসলাম। সদস্য সচিব হিসেবে করা হয়েছে মো. নাঈমুর রহমান দুর্জয়কে।

অন্যান্য পদে মনোনীত হয়েছেন, সাংগঠনিক সম্পাদক মো.জাহিদ ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল আল আসিফ, অর্থ-বিষয়ক সম্পাদক মো. নাছিবুর রহমান নাবিল, দপ্তর সম্পাদক মো. ওমর আল জাবির, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আবু তারেক, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক নাহিন মুনকার মাহিন, বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.আবু সাঈদ আল সাহাব, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মোঃ মোহায়মিনুল হাসান রাহাত, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান সিয়াম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আকিব হাসান অনিক।

কমিটি গঠন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান মামুন, রিয়াদুল হাসান, নিয়াজ মোর্শেদ মুগ্ধ, হাসিন রায়হান, রাশেদ রানা, রাহাত পারভেজ, মোঃ সুয়েল রানা, মুরাদ ইসলাম ও শামীম বাবু।

গঠিত পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে আজ সোমবার বিকালে ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রফেসর মো. আব্দুর রহিম। এই কমিটি ঘোষণা শেষে বিশিষ্ট সমাজসেবী ও শিশুবন্ধু কবীর আহমেদ আকন্দ এর পক্ষ থেকে ষড়ঋতু জগদল কয়েকজন সদস্যকে ঈদ উপহার (পাঞ্জাবি) প্রদান করা হয়।

(আরএআর/এসপি/মার্চ ২৪, ২০২৫)