চোরাই মোটরসাইকেলসহ মাদ্রাসা শিক্ষক আটক

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় চোরাই মোটরসাইকেল সহ মো: সাইদুল ইসলাম (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক মাদ্রাসা শিক্ষক মো: সাইদুল ইসলাম মাছাপাড়া ইউনিয়নের কুরবান আলী মোল্লার ছেলে। সে পাংশা উপজেলার বায়তুন নুর হাফেজিয়া মডেল মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষক।
পুলিশ সূত্রে জানা যায়, আটক মাদ্রাসা শিক্ষক মো: সাইদুল ইসলাম সহ ৪ থেকে ৫ জন দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে পাংশা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এই মাদ্রাসা শিক্ষকসহ আরও কয়েক জনের একটি টিম আছে। তারা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, মো: সাইদুল ইসলামের বিরুদ্ধে চোরাই মাল হেফাজতে রাখার অপরাধে পেনাল কোড ৪১৩ ধারা মোতাবেক মামলা হয়েছে।
(একে/এসপি/মার্চ ২৪, ২০২৫)