একে আজাদ, রাজবাড়ী : বর্তমানে রাজনীতিতে ভাল মানুষের খুবই অভাব বলে মন্তব্য করেছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। রবিবার হাবাসপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে হাবাসপুর ড. কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

জনগণের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা মানুষ চিনতে ভুল করবেন না। সাদা কালোর পার্থক্য বুঝতে হবে আগে। ভাল মানুষকে সৃষ্টিকর্তা পছন্দ করেন। আপনারা একজন ভাল মানুষ পেয়েছেন তিনি নাসিরুল হক সাবু। সাবু ভাল মানুষ, আপনারা তার সাথে রাজনীতি করবেন। তিনি কিছুটা অসুস্থ ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন, আগামী দিনে সুস্থ্য হয়ে রাজনীতি ফিরে আসবেন। আমাদের নেতা তারেক রহমান সুস্থ রাজনীতির ধারক বাহক, দেশের মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। আমি সাবু ভাইয়ের সাথে আছি। আপনারাও থাকবেন।

ইফতার ও দোয়া মাহফিলে হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল লতিফ খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ এ আর মাহমুদ হক রোজেন, রাজবাড়ী পৌর বিএনপি সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব সেলিম সরদার, ছাত্রদল নেতা সজীব রাজা, আমিরুল ইসলাম রাজা প্রমুখ।

এছাড়াও পাংশা উপজেলা, পৌর, হাবাসপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(একে/এসপি/মার্চ ২৪, ২০২৫)