রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গাছ থেকে ইয়াছিন গাজী (৪০) নামের এক ভাটা শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার  সকাল সাতটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চী এলাকার মাদার নদীর চর থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। 

ইয়াছিন পাশ্ববর্তী কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত গ্রামের জবেদ আলীর ছেলে।

ফারুক হোসেন সহ স্থানীয়রা জানান, দুই দিন আগে ইট ভাটা থেকে ইয়াছিন বাড়িতে ফিরে আসে। তবে তার তালাকপ্রাপ্তা প্রথম স্ত্রী’র সাথে ফোনে কথা বলা নিয়ে বাদানুবাদের জেরে রবিবার বর্তমান স্ত্রী ও শ্যালক ইয়াছিনকে মারধর করেন। একর্যায়ে রাতে স্বামীর বাড়িতে ফিরলে ইয়াছিন তার স্ত্রীকে পাল্টা মারধর করে। এসময় সেখানে উপস্থিত তার শ্যালকসহ অন্যরা ধাওয়া করলে বাড়ির পাশ্ববর্তী মাদার নদীতে ঝাঁপিয়ে পড়ে সে। একপর্যায়ে গাছে থেকে ঝুলন্ত অবস্থায় সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে আব্দুল হামিদসহ স্থানীয় অপর একটি সুত্রের দাবি তালাক হওয়া স্ত্রীর সাথে কথোপকথন নিয়ে বর্তমান স্ত্রী’র সাথে ইয়াছিনের ঝগড়া হয়। এঘটনার জেরে ছেলের হাতে দলিল পৌছে দেয়ার জন্য জনৈক রাশিদুল ইসলামকে দায়িত্ব দিয়ে সে আত্মহত্যা করেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের চেষ্টা চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(আরকে/এসপি/মার্চ ২৪, ২০২৫)