তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬

চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনে বিচ্ছিন্ন চর মোজাম্মেলের যাত্রী পারাপারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে তজুমদ্দিন স্লুইসগেট ঘাটের যাত্রীরা ট্রলার ছাড়ার নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে অনুমোদনবিহীন স্পিডবোটে চর মোজাম্মেলের দুলাল বাজারে রওনা হয়। এতে ঘাট ইজারাদার আলমগীর ও তার ভাই ট্রলার চালক সিরাজ ও মিরাজের সাথে কথা কাটাকাটির জেরে স্থানীয় জামাল গ্রুপের সাথে তুমুল সংঘর্ষ বাঁধে। এতে ট্রলারের মাঝি রাকিব,মিরাজ ও সিরাজ আহত হয়।
অতঃপর জামাল গ্রুপের মনির সহযাত্রীদের সাথে স্পিডবোটযোগে চর মোজাম্মেল পৌছালে সেখানে আলমগীর গ্রুপের লোকজন পাইপ দিয়ে হামলা চালায়। এতে মনির গুরুতর জখম হয়। তাকে বাঁচাতে তার ভাই মাকসুদ ও তাদের মা বিবি হাসনা ও বাবা নাসির এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে জখম করে তারা। গুরুতর আহত মনিরকে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘাট ইজারাদার আলমগীর জানান, জামাল গ্রুপের লোকজন তাদের কাছে চাঁদা দাবি করেন তা দিতে অস্বীকার করায় তারাই প্রথমে হামলা চালায়। অন্যদিকে জামাল চাঁদা দাবির কথা উড়িয়ে দেন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরা রোগীকে দ্রুত গন্তব্যে পৌঁছার জন্য সহায়তা করেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোহাব্বত খান জানান, বিষয়টি আমরা শুনেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ নিয়ে স্থানীয়রা আরও কয়েক দফা বড়সড় সংঘর্ষ বাঁধতে পারে বলে আশঙ্কা করছেন। তাছাড়া নৌ-পথে নির্বিঘ্নে চলাচলের জন্য অনুমোদন ও ফিটনেস বিহীন নৌযান বন্ধ করাসহ শান্তি বজায় রাখতে অবিলম্বে স্থানীয় প্রশাসন ও নেতৃবৃন্দের হস্তক্ষেপের দাবি সাধারণ যাত্রীদের।
(সিআর/এসপি/মার্চ ২৪, ২০২৫)