ফরিদপুরে একটি ফেসবুক পেইজের বিরুদ্ধে প্রবাসীর জিডি

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে 'দৈনিক কৃষাণী কন্ঠ' নামের একটি ফেসবুক পেইজের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মো. শাহজাহান মিয়া নামের এক প্রবাসী।
জিডিতে শাহজাহান নিজেকে ২১ বছর যাবত প্রবাসী থেকে বর্তমান দেশে এসে কৃষিকাজ করছেন দাবী করে তিনি উল্লেখ করেন, গত ২০ মার্চ রাত ৮ টার দিকে তিনি দেখতে পান যে কোন অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিবর্গ 'দৈনিক কৃষাণী কন্ঠ' নামক ফেসবুক আইডি থেকে তাঁর ও তাঁর ছেলের নামে মিথ্যা বানোয়াট মন্তব্য করে একাধিক পোস্ট দিচ্ছে। ফলে ওই পোস্টে অনেকেই কুরুচিপূর্ণ মন্তব্য করে কমেন্ট করছে বা মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে যা তাঁর বা তাঁর পরিবারের সামাজিক মান সম্মান ক্ষুন্ন হচ্ছে।
ফেজবুক পেইজে লেখালেখির জন্য মান সম্মান ক্ষুন্নের অভিযোগ তুলে 'দৈনিক কৃষাণী কন্ঠ' নামের একটি ফেসবুক পেইজের বিরুদ্ধে শাহজাহান মিয়া নামে একজন সাবেক প্রবাসীর করা জিডি'র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান।
এ বিষয়টি পুলিশি তদন্তের দায়িত্বে থাকা ফরিদপুর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিজন বৈদ্য জানান, 'বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।'
উল্লেখ করা যেতে পারে, ফরিদপুরে 'দৈনিক কৃষাণী কন্ঠ' নামে কোন প্রকাশিত রেজিস্ট্রার্ড জাতীয় বা লোকাল পত্রিকার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ইহা শুধুমাত্র একটি ফেইজবুক পেইজ। যা থেকে ফরিদপুরের স্থানীয় কিছু সংবাদ বা ভিডিও অথবা নিউজ ফিড প্রচার করা হয়ে থাকে। যাতে এগারো হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে।
(আরআর/এসপি/মার্চ ২৩, ২০২৫)