নিখোঁজের তিনদিন পর পদ্মা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালিতে নিখোঁজের তিনদিন পর নিরব শেখ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের পদ্মা নদীর কোল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিরব শেখ একই ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের জিয়ারুল শেখের ছেলে।
নিহতের স্বজনেরা জানায়, গত বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মাধবপুর বাজারে যায়। রাতে বাড়িতে না ফেরায় খোঁজ করতে থাকে স্বজনেরা। পরের দিন খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান চেয়ে পোষ্ট দেন। এর কিছু সময় পর নিরবের বাবার কাছে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ফোনে ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে নিরবকে হত্যাকরা হবে, টাকা নিয়ে পাংশা উপজেলার একটি ব্রিজের কাছে যেতে বলে ফোন কেটে দেয়। এরপর থেকে ওই নাম্বারটি বন্ধ।
পরে কালুখালি থানায় সাধারণ ডায়েরি করেন নিরবের বাবা। রবিবার সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ক্যামেরার সামনে কথা না বলে পুলিশ জানায়, কেন এই হত্যাকাণ্ড সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
(একে/এসপি/মার্চ ২৩, ২০২৫)