ঠাকুরগাঁওয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরামর্শ সভা
.jpg)
ঠাকুরগাঁও প্রতিনিধি : নারী ও শিশুর প্রতি সহিংসতা,এর প্রভাব ও করনীয় এবং সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
ডেমক্রেসিওয়াচের আয়োজনে ও বাস্তবায়নে গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে এ সভাটি অনুষ্ঠিত হয়।
নাগরিক প্লাটফর্ম ঠাকুরগাঁওয়ের আহবায়ক সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর রেফায়েত অঅরা ঋতু। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, যুব উন্নয়নের উপপরিচালক মনসুর রহমান খান, জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁওয়ের জেলা কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রমুখ। সভাটি পরিচালনা করেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী জুলিয়া আক্তার।
সভায় বক্তারা সারা দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার নানা কারন ও দিক সম্পর্কে আলোকপাত করেন এবং এসব সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ নানা বিষয় সম্পর্কে আলোচনা করেন।
(এফআর/এসপি/মার্চ ২৩, ২০২৫)