আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : সপ্তাহ ঘুরলেই পবিত্র ঈদুল ফিতর। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে বরিশালের আগৈলঝাড়ার ঈদ বাজার। 

ব্যবসায়ীরা জানান, রোজা শুরুর পর থেকে বিশেষ করে ১৫ রমজানের পর থেকে তাদের বিক্রি বেড়েছে। শেষ দিকে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।

উপজেলার বিভিন্ন মার্কেট এবং ফুটপাত সবখানেই এখন ক্রেতাদের ভিড় লক্ষ করার মতো। পরিবার সদস্যরা কেউ নিজের জন্য, কেউ আত্মীয় স্বজনদের জন্য নতুন জামা কাপড়, জুতা, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী, গেঞ্জি, বাচ্চাদের পোশাক কেনাকাটায় ব্যস্ত। এ বছর শাড়ীর চেয়ে থ্রি-পিসের চাহিদা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এরমধ্যে ভারতীয় জনপ্রিয় সিরিয়ালের জামা-কাপড় মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে শীর্ষে। তবে অন্য বছরের তুলনায় এবছর পোষাকের দাম একটু বেশি বলে ক্রেতাদের অভিমত।

উপজেলার সদর বাজার, পয়সারহাট বাজার, গৈলা বাজার, রাজিহার বাজার, বাশাইল বাজার, সাহেবেরহাট বাজারসহ বিভিন্ন মার্কেটে ক্রেতাদের কিছুটা ভীর লক্ষ্য করা গেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে ঝুলানো হয়েছে বিভিন্ন ধরনের ব্যানার। রেডিমেট গার্মেন্টস, জুতা, কসমেটিক ও ঈদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে বেশি। বিশেষ করে নারী ক্রেতাদের ভীর ছিল এসব মার্কেটে লক্ষণীয়।

আগৈলঝাড়া সদর বাজারের ব্যবসায়ীরা জানান, রমজানের শুরুতে বিক্রি কিছুটা কম হলেও তবে ১০ রমজানের পর থেকে বিক্রি বেড়েছে তাদের। সকাল থেকে রাত পর্যন্ত কাপড় আর প্রসাধনীর দোকানে নারী ক্রেতাদের ভির লক্ষনীয়। সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে আশা করছের তারা। এদিকে ঈদের পরেই পহেলা বৈশাখ। ঈদ ও পহেলা বৈশাখকে সামনে নতুন নতুন ডিজাইন আর বাহারী রংয়ের পোশাক দোকানে তুলেছেন তারা।

(টিবি/এসপি/মার্চ ২৩, ২০২৫)