রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) ইউনুস শেখের অনিয়ম, দুর্নীতি এবং তার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে ভুক্তভোগীরা।

আজ রবিবার দুপুরে লোহাগড়া উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মদ, ব্যবসায়ী শাহাদত হোসেন সাবু, নয়ন খন্দকার, মনি মোহন বিশ্বাস অভিযোগ করে বলেন, 'নায়েব ইউনুস দীর্ঘদিন ধরে জমির নামজারি, খারিজ ও পর্চা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। শুধু তাই নয়, নায়েব ইউনুস সাধারণ মানুষকে নানা অজুহাতে হয়রাণী করেন, দাফতরিক কাজ দিনের পর দিন বিলম্বিত করেন এবং ভূমি সংক্রান্ত বিষয়ে প্রভাবশালীদের স্বার্থ রক্ষায় পক্ষপাতমূলক আচরণ করেন। এছাড়া, তিনি নকল কাগজপত্র তৈরির মাধ্যমে অসাধু চক্রকে সুবিধা দিয়ে থাকেন বলে অভিযোগ। এসব কারণে ভুক্তভোগীরা অভিযুক্ত নায়েব ইউনুস শেখের অপসারণের দাবী জানিয়েছেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ভুক্তভোগীদের একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আবু রিয়াদ স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরএম/এসপি/মার্চ ২৩, ২০২৫)