ফরিদপুরের কানাইপুরে বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় মো. হানিফ প্রামনিক (৬২) নামে একব্যক্তি নিহত হয়েছেন।
করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহম্মদ রইস উদ্দিন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, 'ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাসস্ট্যান্ডে একটি বাস (ফরিদপুর ব-১১-০০৮০) এসে ষাটোর্ধ্ব বৃদ্ধ মো. হানিফ প্রামানিক (৬২)কে ধাক্কা দিলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। তৎক্ষনাৎ স্থানীয়রা তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে হানিফ প্রামানিকের মৃত্যু হয়।
নিহত হানিফ প্রামানিক ফরিদপুর সদর উপজেলার শ্যামসুন্দর এলাকার জাকের প্রামানিকের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে করিমপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী জানান, 'ঘাতক বাসটিকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
(আরআর/এএস/মার্চ ২৩, ২০২৫)