সালথায় গাছের চাপায় একজনের মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : সালথায় গাছ চাপায় মিলন ফকির (৪৬) নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্য হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিলন ফকির বোয়ালমারী উপজেলার রতনদিয়া খামারপাড়া গ্রামের মৃত মহের ফকিরের ছেলে। সে সালথা উপজেলার বড় লক্ষনদিয়া শশুড় বাড়িতে বসবাস করতেন।
নিহতের ভাই জাফর ফকির ও নিহতের স্ত্রী জাহানারা বেগম বলেন, প্রতিদিনের মতো শনিবারও গাছের কাজে খলিশপুটি যান মিলন ফকির। গাছ কাটার সময় অসতর্কতার কারণে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এবিষয়ে আমাদের কোন অভিযোগ নেই।
সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল জানান, গাছের চাপায় মিলন ফকির নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।
(এএনএইচ/এএস/মার্চ ২৩, ২০২৫)