রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে শিকারী চক্রের পাতা ফাঁদ থেকে আজ শনিবার দুপুরে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। নিয়মিত টহলের সময় সুন্দরবনের ক্যানমারী খালের পার্শ্ববর্তী বন থেকে ফাঁদে আটকে থাকা অবস্থায় হরিণটিকে উদ্দার করা হয়। এসময় উক্ত খাল থেকে একটি ডিঙি নৌকা জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মোঃ জিয়াউর রহমান জানান তাদের কাঠেশ্বর টহল ফাঁড়ির সদস্যরা নিয়মিত টহলে ছিল। একপর্যায়ে দুপুরের দিকে তারা ক্যানমারী খালের মধ্যে একটি নৌকা দেখতে পেয়ে সে এলাকায় তল্লাশী শুরু করে।

তবে শিকারী চক্রের সদস্যদের খোঁজ না মিললেও তাদের পেতে রাখা ফাঁদে আটক একটি বড় আকৃতির মেয়ে হরিণ উদ্ধার করা হয়। পরবর্তীতে বুড়িগোয়ালীনি স্টেশন এলাকায় নিয়ে উক্ত হরিণকে অবমুক্ত করা হয়েছে। এসময় বেশকিছু ফাঁদ জব্দ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

(আরকে/এসপি/মার্চ ২২, ২০২৫)