নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কর্মরত সাংবাদিকদের সন্মানে যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বিকালে লক্ষ্মীপাশা পরিবহন কাউন্টার সংলগ্ন লোহাগড়া উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্বে করেন দৈনিক গ্রামের কাগজ পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি শাজাহান সাজু।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, দৈনিক প্রথম আলোর লোহাগড়া প্রতিনিধি মারুফ সামদানী, দৈনিক সমকাল প্রতিনিধি মো: রেজাউল করিম, দৈনিক যুগান্তর প্রতিনিধি বিপ্লব রহমান, দৈনিক কালবেলা'র প্রতিনিধি কাজী ইমরান, দৈনিক নয়া দিগন্ত'র প্রতিনিধি শরিফুজ্জামান, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, সাইফুল ইসলাম, তরুন আইনজীবী আবুল হাসানসহ প্রমূখ। পরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

(আরএম/এসপি/মার্চ ২২, ২০২৫)