ফরিদপুরে র্যাবের হাতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মিলন গ্রেফতার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : আজ শনিবার দুপুর ১২ টার দিকে র্যাব-১০ এর আভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মিলন মোল্যা (৩৫) গ্রেফতার হয়েছে। র্যাবের এই অভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর সদর উপজেলা এলাকায় ওই অভিযান পরিচালনা করে বলে জানায় সংস্থাটি। গ্রেফতারকৃত মিলন মোল্যা ফরিদপুর জেলার কোতয়ালি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত আসামি বলে জানায় র্যাব।
শনিবার (২২ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষে সংস্থাটির সহকারি পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
মিলন মোল্যা (৩৫) ফরিদপুর সদর উপজেলার চতর খাড়াপাড়া এলাকার মৃত আ. মালেক মোল্যা'র ছেলে।
গ্রেফতারকৃত আসামি মিলন মোল্লাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(আরআর/এসপি/মার্চ ২২, ২০২৫)