আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে সেচ প্রকল্পের উদ্বোধণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ ব্লকে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চেয়ারম্যান মোঃ রুহুল আমীন খান।

উদ্বোধন শেষে প্রকল্প সংলগ্ন মাঠে স্থানীয় কৃষকদের নিয়ে মতবিনিময় সভায় বিএডিসির প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্পের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার, প্রধান (পরিকল্পনা) মোঃ ফেরদৌস রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, সহকারী প্রকৌশলী এসএম আতাই রাব্বি, উপসহকারী প্রকৌশলী সাহেদ আহম্মেদ চৌধুরী। মতবিনিময় সভায় বিএডিসি চেয়ারম্যান বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ন হতে চাই।

এজন্য কৃষকদের সুবিধার্থে আধুনিক সেচ প্রকল্প প্রান্তিক পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। সভায় প্রকল্পের শতাধিক সুবিধাভোগী কৃষক অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন কৃষকেরা।

(টিবি/এসপি/মার্চ ২২, ২০২৫)