স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২০ মার্চ) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির (জেলা জজ) এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি আব্দুল লতিফ লতা। সাজাপ্রাপ্ত শামিম হাসান ওরফে শামিমুল ইসলাম অভয়নগর উপজেলার বাশুয়াড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, অভয়নগরের একটি স্কুলের জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক কিশোরীর সঙ্গে ভাই-বোনের সম্পর্ক গড়ে তোলেন শামিম হাসান। সে সুবাদে তারা বিভিন্ন সময় একে অন্যের মোবাইলে ভিডিও, গান আদান-প্রদান করত।

২০২০ সালের ১৮ আগস্ট সকাল সাড়ে ৯টায় শামিম ওই কিশোরীকে মোবাইলের ভিডিও দেবে বলে নিজের বাড়িতে যেতে বলেন। কিশোরী সরল বিশ্বাসে শামিমের বাড়িতে গেলে তাকে ধর্ষণ করেন শামিম। ওই কিশোরী বিষয়টি নিজ পরিবারকে জানালে ওইদিন রাতেই অভয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে শামিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন।
বৃহস্পতিবার আদালত শামিমের উপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

(ওএস/এএস/মার্চ ২২, ২০২৫)