প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : বাংলাদেশ মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক, বিএনপি'র সাবেক মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম কে.এম. ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে নগরকান্দা উপজেলার মহেন্দ্র নারায়ণ একাডেমী স্কুল মাঠ প্রাঙ্গনে সালথা নগরকান্দা ও পৌরসভার বিএনপি'র সংগঠনের আয়োজনে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,সহ সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, সহ সভাপতি আশরাফ আলী মুন্সী, যুগ্ম সাধারন সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হেলালউদ্দীন হেলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রেজাউল আলম রিজু, সহ প্রচার সম্পাদক ওমর আলী, সদস্য সাইফুর রহমান, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, সহ অন্যান্য প্রমুখ।

(পিবি/এএস/মার্চ ২১, ২০২৫)