নড়াইল প্রতিনিধি : ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) উদ্যোগে নড়াইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে এনপিপি নড়াইল জেলা শাখার উদ্যোগে নড়াইল শহরের এলিট কুজিন রেস্টুরেন্টেে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইফতার পূর্ব আলোচনা সভায় এনপিপির নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: বেলাল আহম্মদ, জেলা এনপিপির সহ-সভাপতি মোঃ হাফিজ শিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, নড়াইল সদর উপজেলার সভাপতি মনিরুজ্জামান দাউদ, সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান মুক্ত, নড়াইল পৌরসভার সভাপতি মো. আরজান আলী বেগ, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম টুকু, লোহাগড়া উপজেলা এনপিপির সিনিয়র সহ-সভাপতি মোল্লা বদিয়ার রহমান, পৌর এনপিপির নেতা কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, সাবেক কাউন্সিলর ফাতেমা বেগমসহ প্রমূখ।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন নড়াইল টার্মিনাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সানাউল্লাহ। ইফতার মাহফিলে এনপিপির নড়াইল জেলার নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/মার্চ ২১, ২০২৫)