দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) শহরের নবান্ন রেস্তোরাঁয় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, দিলিপ চন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি- আবুল হোসেন আজাদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক- মাহফুজুর রহমান বিপ্লব, সবুজ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম সাহান মনির হোসেন পিন্টু, সদস্য মোঃ সাজ্জাদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর এর সমন্বয়ক নাঈমুল ইসলাম সহ সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা, সারাদেশে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।

পাশাপাশি সকল সাংবাদিকদের একে অপরে প্রতি সম্মান, মমত্ব ও নিজেদের আদর্শ বজায় রেখে সাংবাদিকতা করার আহ্বান জানান।

একই সাথে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নকে আরো বেশি সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে সবাইকে ঐক্য থাকার আহ্বান জানান।

ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন, দি সাউথ এশিয়ান টাইমস এর ফরিদপুর জেলা প্রতিনিধি মোঃ রিয়াজুল ইসলাম।

(ডিসি/এসপি/মার্চ ২১, ২০২৫)