মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্মম গণহত্যা ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে শহরের বড়বাজার থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলী, সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার প্রমুখ সহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ গণহত্যা বন্ধে জাতিসংঘ, আরব লিগ, ওআইসি, কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের মুসলিম উম্মাহ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, ভারতে উগ্রবাদী কসাই মোদির নির্দেশে হোলি উৎসবের নামে নির্বিচারে মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। মুসলমানদের বাড়ি-ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে চরম মানবাধিকার লঙ্ঘন করছে। প্রতিবাদ করায় অনেক মুসলমানকে পিটিয়ে হত্যা করে মোদি সরকার মুসলমানদের রক্তের নেশায় মেতে ওঠে। ভারত সরকার যদি মুসলমানদের ওপর জুলুম নির্যাতন বন্ধ না করে তাহলে বিশ্বব্যাপী ভারতের পণ্যবর্জন এবং প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলা হবে।’ এসময় এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে একই দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছেন শিবির নেতাকর্মীরা।

(এমজে/এসপি/মার্চ ২১, ২০২৫)