টাঙ্গাইলে স্লোগানে স্লোগানে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ
মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমা নামাজের পর টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলে তৌহিদি জনতার ব্যানারে অংশগ্রহণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ও সাধারণ মানুষ।
ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই, ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন কেন জাতিসংঘ জবাব চাই? বয়কট বয়কট ইসরায়েল বয়কট- বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সারা শহর।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফতে মজলিসের টাঙ্গাইলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আনসার আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির কল্যাণ ও অর্থ সম্পাদক এস এম কামরুল ইসলামসহ তৌহিদি জনতা।
(এসএম/এসপি/মার্চ ২১, ২০২৫)