সান্তাহারে দরিদ্রদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করেন সান্তাহার পৌরসভার প্রশাসক রুমানা আফরোজ।
আজ শুক্রবার সকালে সান্তাহার পৌরসভা চত্বর ও সান্তাহার মহিলা কলেজ চত্বরে ৪ হাজার ৬২১ জন দরিদ্রদের মাঝে এই ভিজিএফের চাল বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা শাখার সংগঠক আল ফাহাদ, সদস্য সিজজাতুল হোসেন, সিয়াম, নাবিল প্রমূখ।
(এস/এসপি/মার্চ ২১, ২০২৫)