ঈশ্বরদীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৫

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন।
আজ বৃহস্পতিবার বিকালের দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের মা, বাবা ও শিশু সন্তান রয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় একই পরিবারের নিহতরা হলেন- দিয়ার বাঘইল গ্রামের মোহাম্মদ রাব্বি (৩৫), স্ত্রী মুক্তা বেগম (৩০) ও শিশু সন্তান মুস্তাকিম (৮)। অপর নিহতদের মধ্যে রয়েছে ঝিনাইদহ শৈলকুপার শিক্ষার্থী রাতুল (২০) ও সিএনজি চালক মোহাম্মদ তোয়াহ (৩৫)।
আহতরা হলেন- দাশুড়িয়ার ফরিদা বেগম এবং চুয়াডাঙ্গার আব্দুর রহমান। নিহত ও আহতরা সকলেই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, ভলকা নামক একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখে যাচ্ছিলো। অপরদিকে দাশুড়িয়া অভিমুখী সিএনজি চালিত অটোরিকশা বহরপুর মল্লিক এগ্রো ফুড নামক প্রতিষ্ঠানের সামনে পৌঁছালে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেয়ার পথে ৪ জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত দুইজনকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য পাবনায় পাঠানো হয়েছে।
এদিকে একই সময় উপজেলার ভবানীপুর নামক স্থানে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হেলপারের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
(এসকেকে/এসপি/মার্চ ২০, ২০২৫