একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাংশা উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে পাংশা সাব-রেজিস্ট্রার জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাংশা উপজেলা শাখার আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পাংশা পৌরসভার ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি কাজী নাজমুল হকের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাংশা পৌরসভার নায়েবে আমীর মনজুর রহমান মিয়ার সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, পাংশা পৌর আমীর কাজী ফরহাৎ জামিল (রুপু), পৌর সেক্রেটারী মাওলানা খন্দকার আব্দুল হালিম সহ পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাংশা উপজেলার আমীর মাওলানা সুলতান মাহমুদ।

(একে/এসপি/মার্চ ২০, ২০২৫)