রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় নাশকতার মামলার আসামী ঠিকাদার মিন্টু মোল্যাকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মিন্টু আওয়ামী লীগের শাসনামলে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মামলার আসামি মোঃ মিন্টু মোল্যাকে (৪২) লোহাগড়া পৌর ভবন থেকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মিন্টু উপজেলার কাশীপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামের তবিবর মোল্যার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগষ্ট লোহাগড়া উপজেলা গেট সংলগ্ন এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের শ্রমিক দলের নেতা জাহিদুল আলম বাদী হয়ে গত ১৩ নভেম্বর মোট ১৩৫ জনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেন। এ মামলার ১৩৪ নং আসামী ঠিকাদার মিন্টু।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

(আরএম/এসপি/মার্চ ২০, ২০২৫)