আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড়ে হাট-বাজার দরপত্র ক্রয় করাকে কেন্দ্র করে বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতাকে হাতুড়িপেটা করে রক্তাক্ত জখম করা হয়েছে। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। 

ঘটনার পরপরই ওই এলাকায় বিএনপি’র দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে বাটাজোর বণিক সমিতির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনির বিশ্বাস অভিযোগ করে বলেন, বাটাজোর হাট-বাজারের ইজারার জন্য দরপত্র আহবান করার পর পদপদবী বিহীন যুবদল নেতা খোকন ফকির উপজেলা বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে তাদেরকে দরপত্র ক্রয় করতে নিষেধ করে আসছিলো। তার নিষেধ উপেক্ষা করে দরপত্র ক্রয় করতে চাইলে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। এনিয়ে বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি সমাধানের জন্য বণিক সমিতির কার্যালয়ে আমাকে (মনির) ও যুবদল নেতা মামুন সরদারকে ডেকে নিয়ে হাতুড়িপেটা করে রক্তাক্ত জখম করে খোকন ও তার সহযোগিরা।

বাটাজোর ইউনিয়ন যুবদল নেতা মামুন সরদার অভিযোগ করে বলেন, হাট ও বাজারের দরপত্র ফরম ক্রয় করতে বাঁধা প্রদান করে আসছিলো যুবদল নেতা খোকন ফকির। এনিয়ে সৃষ্ট বিরোধের জেরধরে খোকন ও তার সহযোগিরা পরিকল্পিতভাবে আমাকে ও মনির বিশ্বাসকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে হাতুরি পেটা করে গুরুত্বর আহত করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হামলা ও দরপত্র ক্রয়ে বাঁধার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে যুবদল নেতা খোকন ফকির বলেন, কেবা কারা এ হামলা চালিয়েছে তা আমার জানা নেই। ঘটনার সাথে আমাকে জড়িয়ে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে গৌরনদী উপজেলার বিভিন্ন হাট-বাজারের ইজারাকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছে। ইতিমধ্যে মাহিলাড়া ও বাটাজোর হাটের ইজারাকে কেন্দ্র করে দ্বন্দ সংঘাতে জড়িয়ে পরেছে স্থানীয় বিএনপি’র দুইগ্রুপের সদস্যরা। এছাড়াও সরিকল হাটের ইজারা না পেয়ে অপর একটি পক্ষ ইজারা বাতিলের জন্য সভা সমাবেশ করেছে।

(টিবি/এসপি/মার্চ ২০, ২০২৫)