স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডে বার্মাশীল এলাকায় অবস্থিত পদ্মা ডিপো। বিগত আওয়ামীলীগের আমলে ওয়ার্ড কাউন্সিলর মতির ছত্রছায়ায় প্রকাশ্যে ট্যাঙ্কলরী মালিক সমিতির নামে চাঁদা তোলা হতো। গত ৫ আগষ্ট ফ্যাসিবাদ সরকার দেশ থেকে পলায়নের পর কয়েক মাস এই অবৈধ চাঁদা তোলা বন্ধ থাকলেও কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে ফ্যাসিবাদিদেরা বিএনপির কিছু নেতাদের সাথে নিয়ে গোপন বৈঠক করে আবারো চাঁদা তোলার প্রস্তুতি গ্রহণে ব্যস্ত এই চাঁদাবাজ সেন্ডিকেট। 

উলেখ্য, বিগত ফ্যাসিবাদি সরকারের আমলে মতির সেল্টার পেয়ে আনোয়ার হোসেন মেহেদি, পারভেজ মাসুম শেখ, সাব্বির প্রধান একত্রিত হয়ে ট্যাঙ্কলরী মালিক সমিতির নাম ভাংগিয়ে অবৈধভাবে চাঁদা তুলে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। ফ্যাসিবাদি সরকার হারিয়ে গেলেও পুনরায় বিএনপির কিছু নামধারী নেতাদের নিয়ে গোপন বৈঠক করে এই চাঁদা আবার তোলার পায়তারা করছে এই চাঁদাবাজ চক্র।

স্থানীয়ারা বলছেন, আওয়ামী লীগের আমলেও তারা নেতাদের মেনেজ করে চাঁদা তুলতো এখন আবার বিএনপির কিছু নেতাদের সাথে নিয়ে আবারো চাঁদা তোলার ছক তৈরি করেছেন। এছাড়া তারা তিনজন একত্রিত হয়ে পদ্মা তেলের ডিপো এলাকায় চোরাই তেল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছে দীর্ঘদিন। দল পাল্টালেও চাঁদাবাজরা এখনো প্রকাশ্যে ঘুরে ফিরছে ও অবৈধ চাঁদা তোলার জন্য আবার তৈরি করছে সেন্ডিকেট। জনমনে এখন প্রশ্ন এই চাঁদাবাজদের রুখবে কে?

নাম প্রকাশে অনিচ্ছুক ট্যাংকলরির চালকেরা জানান, আমরা সারাদিন কষ্ট করে গাড়ি চালিয়ে ৫০০ থেকে ৭০০ আয় করি। কিন্তু আমাদের চাঁদা দিতে হয় ৩০০ থেকে ৫০০ টাকা যা কিনা মাঝে মাঝে ৬০০ টাকা পযর্ন্ত হয়ে যায়। ফ্যাসিবাদি সরকার চলে গেলেও সেই চাঁদা তোলার ধারাবাহিকতা রয়ে গেছে এখনো। তাহলে ২য় স্বাধীনতায় কী পেলাম আমরা?

এসময় তারা আরো জানান, প্রকাশ্যেই পদ্মা অয়েল ডিপোর সামনে ট্যাঙ্কলরীর সিরিয়ালের নাম করে চাঁদা উত্তোলণ করেছে তারা। কিন্তু গাড়ির সিরিয়াল সব সাময় আমরা চালকেরা করে থাকি। অথচ সিরিয়ালের নামে চাঁদা তুলে ভোগ করছেন তারা। এখন আবার শোনা যাচ্ছে নতুন করে বিএনপির কিছু নেতাদের সাথে এই চাঁদাবাজেরা গোপনে বৈঠক করেছে পুনরায় এই চাঁদা তোলার কার্যক্রম শুরু করার জন্য।

এ বিষয়ে ট্যাঙ্কলরী মালিক সমিতির লোকজনের সাথে যোগাযোগ করার জন্য মুটোফোনে কল করলে কারো ফোন বন্ধ ও কেউ আবার ফোন রিসিভ করেন নি।

চাঁদা উত্তোলণের বিষয়ে পদ্মা অয়েল ডিপোর ইনচার্জ জানান, ডিপোর বাইরে গাড়ি সিরিয়াল মেইনটেইন সম্পূর্ণ মালিক-সমিতির বিষয়। এটা আমাদের দেখার বিষয় নয়।

(এস/এসপি/মার্চ ২০, ২০২৫)