রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে ডিআইবি বটতলা হতে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে ফরিদপুর শহরের ডিআইবি বটতলার সরদারপাড়া সড়কের কালি মন্দিরের বিপরীতে বদরের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত মুক্তার হোসেন (৫৩) এলাকায় স্থানীয় না হলেও তিনি বিয়ে করে দীর্ঘদিন যাবত ওই এলাকায় বাড়ী করে বসবাস করে আসছিলেন। তাঁর পিতার নাম আব্দুর রাশেদ। পুকুরে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

কয়েকদিন যাবত ওই পুকুর পাড়ে তাঁর নিজ জমিতে মাটি কাটার কাজ করছিলেন বলে জানিয়েছেন স্থানীয় জনতা।

শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ ছিলেন ও তার হার্টে পূর্বে থেকেই তিনটি রিং পড়ানো ছিলো বলে তাঁর পরিবারের সদস্যদের থেকে জানা যায়। তবে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, আমরা লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(আরআর/এসপি/মার্চ ১৯, ২০২৫)