দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় ৪০ বোতল ফেনসিডিলসহ মো. আবু সাঈদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। আজ বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার বিশ্বম্বরদী নামক স্থানে একটি বাসে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আবু সাঈদ যশোরের শার্শা উপজেলার পুটখালী এলাকার বাসিন্দা। 

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিশ্বম্বরদী নামক স্থান হতে বেনাপোল থেকে বরিশালগামী মিজান পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় ৪০ বোতল ফেন্সিডিলসহ মো. আবু সাঈদ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের উপ-পরিদর্শক (এসআই) মো. সাকির হোসেন বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ডিসি/এসপি/মার্চ ১৯, ২০২৫)