রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক ও ফরিদপুর মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহীন আক্তার (জোদ্দার) এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি ও জেলা ছাত্রলীগ নেতা মুত্তাকিনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুত্তাকিন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার আলমগীর হোসেনের ছেলে বলে জানা গেছে।

মুত্তাকিনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান বলেন, 'কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাইন ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল মুস্তাকিমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ৬ জন আসামির মধ্যে এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মুত্তাকিন এর নেতৃত্বে কয়েকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক ডাক্তার শাহিন জোয়ারদার এর উপরে হামলা চালিয়ে গুরুতর আহত করে৷ এ ঘটনায় জেলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠে।

(আরআর/এসপি/মার্চ ১৯, ২০২৫)