ডাসারে ফেরি করে ওষুধ বিক্রির দায়ে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি : এম এম আয়ুর্বেদিক নামে একটি কোম্পানির ওষুধ ঘুরে ঘুরে বিভিন্ন এলাকার বাড়িতে ফেরি করে বিক্রির দায়ে মাদারীপুরে ডাসারে দুইজন বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কোম্পানীর ওষুধসহ বিভিন্ন ধরণের প্রায় ২০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়।
আজ বুধবার বিকেলে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধূয়াসার গ্রামের বীর মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অভিযান চালিয়ে ওই বিক্রেতা দুইজনকে জরিমানা করা হয়।
ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল আরেফীনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধূয়াসার গ্রামের বীর মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মোটরসাইকেলে করে আসে বাগেরহাটের গোলাম রাব্বি (১৯) ও পিরোজপুরের ফাতেমা আক্তার মুন্নি (২৪)। এসময় বেশ কয়েকটি বাড়িতে এম এম আয়ুর্বেদিক নামে একটি ওষুধ কোম্পনীর এই দুইজন বিক্রেতা প্রায় অর্ধশত নারীর কাছে ওই কোম্পানীর ওষুধ বিক্রি করেন। পরে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ওই কোম্পানির দুইজন বিক্রেতাকে দশ হাজার টাকা জরিমানা করেন। এসময় ওই কোম্পানীর ওষুধসহ বিভিন্ন ধরণের প্রায় ২০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়।
স্থানীয় আয়নাল হোসেন বলেন, দুইজন ওষুধ বিক্রেতা মোটরসাইকেলে এসে আমাদের গ্রামের প্রায় অর্ধশত নারীর কাছে ওষুধ বিক্রি করেন। পরে আমরা প্রশাসনকে খবর দেই।
ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এম এম আয়ুর্বেদিক নামে একটি ওষুধ কোম্পনীর দুইজন বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই কোম্পানীর ওষুধসহ বিভিন্ন ধরণের প্রায় ২০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়।
(এএসএ/এসপি/মার্চ ১৯, ২০২৫)