‘ঢাকা থেকে আগত যাত্রীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা’

একে আজাদ, রাজবাড়ী : ঈদের ছুটিতে ঢাকা থেকে আগত যাত্রীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন রাজবাড়ী পুলিশ সুপার শামিমা পারভীন। আজ বুধবার রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত জেলা সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপণের লক্ষ্যে নৌপথ,রেলপথ ও সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে এসভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, কোন অবস্থাতেই ঈদকে পুঁজি করে কোন প্রকার চাঁদাবাজি বা ভাড়া বেশি নেয়া যাবেনা। যেকোন প্রয়োজনে জেলা পুলিশ সবার পাশে থাকবে। সবশেষ সকলের প্রচেষ্টায় পবিত্র ঈদ-উল-ফিতর নিরাপদে ও উৎসব-উদ্দীপনার মধ্যে পালিত হবে বলে আশা প্রকাশ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার শামীমা পারভীন।
সভায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকার নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া না নেয়া, ট্রাফিক ব্যবস্থাপনা সহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এসময় রাজবাড়ী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
(একে/এসপি/মার্চ ১৯, ২০২৫)