মোংলায় চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১
-1.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা এলাকায় চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় জড়িত থাকায় আলী মোল্লা (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে মোংলা পোর্ট প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী পুকুর পাড়ে এই শিশুটির উপর পাশবিক নির্যাতন কালে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আলী মোল্লাকে ধরে উত্তেজিত জনতা গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ আলী মোল্লাকে গ্রেফতার করে। কাজের সন্ধানে মোংলায় আসা আলী মোংলা খুলনা সদরের মাজেদ মোল্লার ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, ধর্ষণ চেষ্টাকারী আলী মোল্লাকে শিশু নির্যতন দমন আইনে গ্রেফতার করা হয়েছে। আলী মোল্লার ঠিকানা যাচাই করে দেখা হচ্ছে। বৃহস্পতিবার তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।
(এস/এসপি/মার্চ ১৯, ২০২৫)