সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার চাকুলী গ্রামে টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শওকত শেখ (৫০) নামে এক ভ্যান চালককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিকে আজ বুধবার দুপুরে বাগেরহাট আদালতে সোর্পদের পর বিচারক তাকে কারাগারে পাঠিয়েছে। ভ্যানচালক শওকত শেখ (৫০) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের ইনছান উদ্দিন শেখের ছেলে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি ফাঁকা জায়গা ডেকে নিয়ে যায় ভ্যান চালক শওকত শেখ। সেখানে নিয়ে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশে পাশের লোকজন ছুটে এলে সে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে শওকত শেখকে গ্রেফতার করে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী বলে পুলিশ জানান।

(এস/এসপি/মার্চ ১৯, ২০২৫)