প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : পবিত্র মাহে রমজান ২০২৫ উপলক্ষে ফরিদপুর নগরকান্দা উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ন্যায্য মূল্য ব্যানারে উপজেলা মহেন্দ্র নারায়ন একাডেমী মাঠ প্রাঙ্গনে দুধ লিটার ৭০ টাকা, ডিম ডজন ১০০ টাকা এবং গরুর মাংস ৬৮০ টাকা বিক্রি করা হয়। এ কার্যক্রম চলবে দুইদিন।

বুধবার ১৯ (মার্চ) সকালে বাজার শুভ উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ্,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহম্মদ সাইফুল ইসলাম, এলইও ডা: গোলাম আজম, উপ সহকারী দাউদ রহমান,সহ অন্যান্য সদস্যগণ প্রমুখ।

(পিবি/এএস/মার্চ ১৯, ২০২৫)