পঞ্চগড়ের জগদলে সড়ক দুর্ঘটনায় আহত ২

স্টাফ রিপোর্টার পঞ্চগড় : পঞ্চগড়ের জগদল দাখিল মাদ্রাসা সংলগ্ন পঞ্চগড় তেঁতুলিয়া হাইওয়ে রোড়ে এক সড়ক দুর্ঘটনায় ২ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহতরা হলো পঞ্চগড় সদর উপজেলার সন্ন্যাসীপাড়ার মুসলিম উদ্দীনে ছেলে জীম (১২)ও বোদা উপজেলার কালিয়াগঞ্জ আলম হোসেনের ছেলে সোলাইমান (২৫)।
বিকাল সাড়ে ৫টার দিকে বসুনিয়া পাড়া হতে আহতরা একটি মোটর সাইকেল সর্দারপাড়া রোড় ধরে জগদল যাওয়ার জন্য হাইওয়ে রোডে উঠতে ছিল, ঠিক ওই মুর্হুতে তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা বালুভর্তি ট্রাকটি পঞ্চগড় যাবার পথে এই দুর্ঘটনা ঘটে।এবিষয়ে হাইওয়ে তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় বলেন, 'ঘাতক ট্রাক ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে। গুরতর আহত দুইজনকে প্রথম পঞ্চগড় সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করা হয়েছে।'
জানা গেছে আহতদের মধ্যে জীম সন্ন্যাসীপাড়া হাফেজখানার ছাত্র, সোলাইমান ওই প্রতিষ্ঠানের শিক্ষক। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ রাস্তার দু’ধারে অপরিকল্পিত বালু ও পাথরের স্তুপ এবং যত্রতত্র ট্রাক পার্কিং করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বেকারি ব্যবসায়ী মো. এরশাদ বলেন, প্রশাসন দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে এই এলাকা মরণ ফাঁদে পরিনত হবে।'
(এআর/এএস/মার্চ ১৮, ২০২৫)