ফরিদপুরে বহিস্কৃত ওয়ার্ড বিএনপি নেতা ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলে

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর মহানগরের অন্তর্ভুক্ত ৪নং ওয়ার্ড বিএনপি'র বহিস্কৃত নেতার স্থান হয়েছে ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের কমিটিতে। আজ মঙ্গলবার গঠিত ১৭ সদস্য বিশিষ্ট মহানগর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ডের ওই আহবায়ক কমিটিতে সদস্য পদে রাখা হয়েছে বহিস্কৃত ওই সাবেক বহিস্কৃত বিএনপি নেতাকে। মঙ্গলবার (১৭ মার্চ) ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈকত হাসান ও সাদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ওই কমিটি প্রকাশিত হয়।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমানিত হওয়ায় ফরিদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন মোল্লা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরিফ শেখকে বহিষ্কার করেছে ফরিদপুর মহানগর বিএনপি। গত ৬ অক্টোবর রাতে ফরিদপুর মহানগর বিএনপি'র আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি ও সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। ওই বিজ্ঞপ্তি অনুসারে ওই দুই নেতাকে সাংগঠনিক কাজ কর্ম থেকে বিরত থাকতে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তাদের সাথে কোন প্রকার সাংগঠনিক যোগাযোগ রাখতে নিষেধ করা হয়।
বিএনপি'র দলীয় এমন সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে আরিফ শেখ কায়দা করে স্থান করে নিলেন সদ্য ঘোষিত ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটিতে।
এছাড়া সদ্য ঘোষিত স্বেচ্ছাসেবক দলের এই কমিটির সদস্য সচিব ওহিদ শেখকে নিয়েও আপত্তি জানিয়েছেন ওই ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো. ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. হাসান খান।
তাঁরা অভিযোগ করে বলেন, 'তিনি (ওহিদ শেখ) কোনদিন কখনোই বিএনপি বা এর কোন অঙ্গ সংগঠনের দলীয় কোন কর্মসূচীতে অংশগ্রহণ করে নাই। এমন একটা ছেলেকে স্বেচ্ছাসেবক দলের মতো একটি দলের গুরুত্বপূর্ণ পদে (সদস্য সচিব হিসেবে) পদায়ন কিভাবে বা কোন বিবেচনায় করা হলো, তা আমাদের বোধগম্য নয়।'
(আরআর/এসপি/মার্চ ১৮, ২০২৫)