রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাংবাদিকতার ক্ষেত্রে আইন বহির্ভুত হস্তক্ষেপ কোনভাবে মেনে নেয়া হবে না। কোন ধরনের হুমকি ধমকী দিয়ে দায়িত্ব পালন থেকে এতকটুকু বিচ্যুত করা যাবে না। নীতিমালার মধ্যে থেকে কাজ করতে যেয়ে কোন অপশক্তির আঘাত এলে তা সম্মিলিতভাবে মোকাবেলা করা হবে।

আজ মঙ্গলবার সকালে শ্যামনগরের সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত ‘সাংবাদিক সমাবেশে’ বক্তারা এসব কথা বলেন। পেশাগত দায়িত্ব পালনকালে আইন বহির্ভুত নানামুখী বাধা, হুমকি ও কাজে হস্তক্ষেপের প্রতিবাদে শ্যামনগর পৌর সদরের মাইক্রোস্ট্যান্ড চত্ত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহযোগী অ্যধাপক সামিউল মনিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।

এসময় বক্তারা আরও বলেন প্রশাসনিক চাপ না থাকলেও কতিপয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি দুস্কৃতিকারীদের পক্ষ নিয়ে পোশগত দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিকদের ‘টার্গেটে’ পরিণত করছে। নানা ধরনের অপরাধমুলক সংবাদ প্রকাশের জেরে হুমকি ধমকী দেয়ার পাশাপাশি স্বাধীনভাবে সংবাদ প্রকাশের ক্ষেত্রেও বাধার সৃষ্টি করছে। এমনকি বিদায়ী ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ আখ্যা দিয়ে নানাভাবে হয়রানী করছে।

মিথ্যা মামলায় জড়ানো ছাড়াও পরিকল্পিত হামলা চালিয়ে জীবনহানীরও ভীতি ছড়াচ্ছে। এমতাবস্থায় সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করবে- উল্লেখ করে বক্তারা আরও বলেন, নিজেদের অপরাধী অনুসারীদের না আটকে বরং তারা সাংবাদিকতার সাথে জড়িতদের থামাতে নানা কুট কৌশলের আশ্রয় নিয়ে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

সমাবেশে অ্যনান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেলাল হোসেনসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি ডাঃ আবু কওছার, মোহনা টিভির শেখ আফজালুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যায়যায়দিন প্রতিনিধি রনজিৎ বর্মন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকুল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, রিপোটার্স ক্লাব আহবায়ক খলিল হোসেন, অনলাইন নিউজক্লাবের আহবায়ক মারুফ হোসেন মিলন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ্সলাম ইমন, আবু তালেব, হোসাইন বিন আফতাব, মোমিনুর রহমান, আলফাত হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান ও সুন্দরবন প্রেসক্লাবের সোহাগ হোসেন।

(আরকে/এসপি/মার্চ ১৮, ২০২৫)