ঠাকুরগাঁওয়ে শিশুকে চকলেটের লোভ দেখিয়ে অপহরণের চেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সরকার পাড়া মহল্লায় চকলেটের লোভ দেখিয়ে অপহরণের চেষ্টা চালিয়েছে এক মহিলা। আর এই ঘটনা শিশুর বোন দেখে ফেলায় প্রাণে রক্ষা পায় শিশুটি।
শিশুটির পিতা সরকার পাড়া মহল্লার বাদল জানান, বেশ কিছুদিন যাবত ঠাকুরগাঁওয়ে কিছু বাচ্চা হারিয়ে যাচ্ছে। অনেকের খোঁজ মিলছে, অনেকের মিলছে না। আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে শিশু বাধন (৩) বাড়ির সামনে খেলছিল, এসময় এক মহিলা মুখে মাক্স পরা বাধনকে হাতে চকলেট দিয়ে কোলে তুলে নিয়ে যেতে থাকে। তাৎক্ষণিক তার বড় বোন সাবা (১২) ঘটনাটি দেখে মহিলাকে জিজ্ঞাস করে আপনি আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছেন। এরপর মহিলাটি শিশুটিকে রেখে রিক্সায় উঠে পালিয়ে যায়।
বাদল বলেন, সাবা যদি চিৎকার-চেচামিচি করতো তাহলে হয়তো মহিলাটিকে ধরা যেতো। বাদল আরো বলেন, বাড়ির পাশের মোড়ে সিসি ক্যামেরা আছে, সেটি দেখে তারা আইনের দ্বারস্থ হবেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
(এফআর/এসপি/মার্চ ১৮, ২০২৫)