নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় চড়পাড়াস্থ লবঙ্গ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। 

গতকাল সোমবার এই মাহফিলে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরাফ উদ্দীন কোহিনূরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলে মামুনুর রহমান নির্ভিকের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, জেলা মোটর মালিক সমিতির সহ সভাপতি মোঃইকবাল হোসেন বাবলা, জেলা মোটর মালিক সমিতির সহ সভাপতি মোঃ সালাউদ্দিন টিটু, সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃখোরশেদ আলম, জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃতোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল উদ্দীন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

এ সময় সভাপতির বক্তব্যে মোঃ শরাফ উদ্দীন কোহিনূর বলেন, ফ্যাসিবাদের বিদায় হলেও মোটর মালিক সমিতি এখনও ফ্যাসিস্ট দোষরদের পদচারনা রীতিমতো চলছে পরিবহন সেক্টরে বড় বড় আওয়ামী ফ্যাসিস্টরা কালো টাকার জোরে এখন ও এই পরিবহন সেক্টরে তাদের আধিপত্য ধরে রেখেছে, এটা কোনোক্রমেই মেনে নেওয়া যায় না।

এ ব্যাপারে তিনি ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সকলের সহযোগিতা কামনা করেন। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ আরিফ হোসেন।

(এনআরকে/এসপি/মার্চ ১৮, ২০২৫)