রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার তুলসিপুরে ধর্ষণের শিকার এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দেবে জামালপুর জেলা আইনজীবী সমিতি।

আজ সোমবার দুপুরে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবুর নির্দেশনায় জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুকে দেখতে গিয়ে আইনজীবী নেতারা এ ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক আইনজীবী মোহাম্মদ মোবারক হোসেন, এসএম কামরুল হাসান পলাশ, আইনজীবী মাহফুজ, আইনজীবী মাখন আনসারী, আইনজীবী লাকী, আইনজীবী বিলকিস, আইনজীবী হ্যাপি, শিক্ষানবিশ আইনজীবী এএস অনন্য প্রমুখ।

এ বিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু বলেন, 'ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে আমাদের আইনজীবীরা হাসপাতালে দেখতে গিয়েছিলেন। এ শিশুটিকে বিনা পারিশ্রমিকে সমস্ত আইনি সহায়তা দেবে জেলা আইনজীবী সমিতি। এছাড়া জেলায় ধর্ষণের শিকার যে কোনো নারী ও শিশু যদি আইনজীবী সমিতির শরণাপন্ন হন, তবে আমি সাধারণ সম্পাদক হিসেবে সমিতিতে যতদিন আছি, ততদিন বিনা পারিশ্রমিকে সমিতির পক্ষ থেকে তাদের আইনি সহায়তা দেওয়া হবে।'

উল্লেখ্য, শুক্রবার (১৪ মার্চ) সকালে বোনের সঙ্গে খেলাধূলা করা বুদ্ধি প্রতিবন্ধী ওই শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী লাল মিয়া (৫০) নামে এক অটোরিকশা চালক।

ভুক্তভোগীর পরিবার জানায়, বাড়ির পাশে নিজের ছোট বোনকে নিয়ে খেলাধুলা করছিল শিশুটি। এসময় প্রতিবেশী লাল মিয়া শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে পাশবিক নির্যাতন করে। পরে শিশুর চিৎকারে আরেক প্রতিবেশী সেই বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত লাল মিয়া।

(আরআর/এসপি/মার্চ ১৭, ২০২৫)