সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, টাকা স্বর্ণালঙ্কার লুট, আহত ২

শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নোয়াইল এলাকায় মামুন মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় মামুন ও তার স্ত্রী সহ ৩ জন মারাত্মক আহত হয়েছেন।
সোমবার দিনগত রাতে উপজেলার সোনারগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডের নোয়াইল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মামুন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায় ১০-১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা ব্যবসায়ী মো.মামুন মিয়াকে চাপাতি দিয়ে আঘাত করে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হাত পা বেধে একটি কক্ষের মধ্যে আটকে রাখে। তার স্ত্রী মনি আক্তারকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ডান হাত ও কপাল মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। এরপর ডাকাতদল ঘরের আলমারি তছনছ করে নগদ ২২ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ ও ৫টি মোবাইল ফোন, ওই বাড়িতে বেড়াতে আসা মামুনের ভাগনির কানে ও গলায় থাকা স্বর্ণের চেন ও দুল নিয়ে যায়।
ডাকাতির খবর ছড়িয়ে পরলে গ্রামবাসী ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী মামুন বলেন, কিছু বোঝার আগেই আমার স্ত্রী মনি আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। আমাকে পিটিয়ে আহত করে পাশের রুমে বেঁধে রেখে ডাকাতি করে চলে যায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে তিনি জানান।
(এসবি/এসপি/মার্চ ১৭, ২০২৫)