পঞ্চগড়ে বিএনপির সেলে আওয়ামী লীগ পন্থী চিকিৎসক
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় আইনজীবী ও চিকিৎসকদের সমন্বয়ে জেলা ভিত্তিক আইনী ও স্বাস্থ্যসেবা সহায়তা সেল গঠন করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার স্বাস্থ্যসেবা সহায়তা সেলে দুইজন চিকিৎসককে অন্তর্ভুক্ত করা হয়। তাতে এক আওয়ামীপন্থী চিকিৎসক আছে বলে বিভিন্নমহলে গুঞ্জন চলছে।
ডা. আফরোজা বেগম রীনা নামের এই চিকিৎসক ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চগড় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গত শুক্রবার (১৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভি এক প্রেস ব্রিফিং-এ এই সেল গঠনের বিষয়টি প্রকাশ করেন।
প্রেস ব্রিফিং-এ উল্লেখ করা হয়, 'বর্তমান সময়ে আলোচিত ধর্ষিতা আছিয়ার মৃত্যুর বিষয়টি কোনমতেই দেশবাসী মেনে নিতে পারছেনা। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতিদ্রুত আইনের শাসন বলবৎ হবে, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুঃস্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। মানুষের সমবেত ধ্বনি প্রবল হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরী করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে।'
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহে ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেল’ গঠন করেছে।
এদিকে, আওয়ামীপন্থি চিকিৎসক বিএনপির এমন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে জায়গা পাওয়ায় চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই ফেসবুক পোস্টে নেতিবাচক মন্তব্যও করছেন।
মাসুদ মল্লিক নামে একজন ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের লোক কিভাবে বিএনপির কেন্দ্রীয় সেলে আসে। বিএনপি কি এতটাই দেওলিয়া হয়েছে। এগুলোর দেখার কেউ নেই। এভাবেই প্রত্যেকটা জায়গায় যদি আওয়ামী লীগের দোসর,দালাল গুলো ঢুকে যায় তাহলে একটা সময় বিএনপি দলের সমস্যা হতে পারে।
ডা. আফরোজা বেগম রীনা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কমিটিতে ছিলেন বলে নিশ্চিত করেছেন স্বাচিপের পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম। তিনি বলেন, সেসময় উনাকে (ডা. আফরোজা বেগম রীনা) রাখা হয়েছিলো।তবে তিনি কোন পক্ষের সঙ্গেই জড়িত নন।
ডা. আফরোজা বেগম রীনা এ বিষয়ে বলেন, 'বিএনপির স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য হিসেবে অন্তর্ভুক্তি হওয়ার মত কোন চিঠি আমি পাননি। এছাড়া আমি কখনও কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। আমরা চাকরি করছি ডাক্তার হিসেবে সবখানে নাম ঢুকিয়ে দিয়াটা কারো অপরাধ নয়।এক্ষেত্রে আমাদেরও করার কিছু থাকেনা। কোথাও সিগন্যাচারও করিনি, ফরমও পূরণ করিনি। নাম দিয়ে দিলেতো কিছু করার নেই।’
এ বিষয়ে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, ডা. আফরোজা বেগম রীনাকে স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য করার বিষয়ে আমি অবগত নই। ইতোমধ্যে জেনেছি তিনি বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলো।
(আরএআর/এসপি/মার্চ ১৭, ২০২৫)