আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর কয়েকটি মাছ ঘাট থেকে ৫ মণ জাটকা ও এক মণ চিংড়িসহ অন্যান্য মাছ জব্দ করা হয়েছে। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছগুলো ধরায় সোমবার সকালে অভিযান চালিয়ে তা জব্দ করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, জব্দকৃত মাছ ছয়টি এতিমখানা ও মাদ্রাসা সহ দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ১৭, ২০২৫)