দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সর্বোচ্চ শাস্তির দাবিতে আগৈলঝাড়ায় বিক্ষোভ
.jpg)
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষকদের দ্রুত ফাঁসি কার্যকর ও দেশব্যাপী নারী নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়ে। পরে মহিলা নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের মাধ্যমে প্রতিনিধির কাছে ও প্রধান উপদেষ্টা বরাবারে স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাফিজুর রহমান শিকদার, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ন-আহবায়ক শাহ মো. বখতিয়ার, আবুল মোল্লা, এনায়েত হোসেন খান মনু, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক মো. সেলিম সরদার, বরিশাল জেলা মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম, জেলা মহিলা দলের সদস্য রাশিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিয়া খানমসহ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/মার্চ ১৭, ২০২৫)