বাড়ির পাশে রাস্তায় বেড় হয়ে প্রাণ গেলো পাঁচ বছরের শিশুর

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় অজ্ঞাত অটোভ্যানের ধাক্কায় সড়কে পরে আয়েশা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালের দিকে উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের গরু ব্যবসায়ী আসিক বিশ্বাসের মেয়ে।
পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বাড়ির পাশেই রাস্তায় শিশুটি বের হয়েছিলো। তখন অজ্ঞাত একটি অটোভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির দাফনের কাজ চলমান রয়েছে।
পংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবাদত হোসেন বলেন, সকাল পৌনে ১০টার দিকে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে এখানে আনার আগেই শিশুটি মারা যায়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এক শিশু মৃত্যুর খবর জানতে পেরেছি। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
(একে/এসপি/মার্চ ১৭, ২০২৫)