তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মিন্টু হক সম্পাদিত কাশবন সাহিত্য পত্রিকা পুরষ্কার-২০২৪ আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক মিন্টু হক। এসময় প্রাক্তন সিভিল সার্জন কবি ডা: সিদ্ধেশ্বর মজুমদার, সহকারী অধ্যাপক এইচ এম ইকবাল হোসাইন, প্রাক্তন সহকারী অধ্যাপক প্রবীর চক্রবর্তী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন ড. মো. রাজিউর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক মিন্টু হক বলেন, কাশবন সাহিত্য পত্রিকা কেবল একটি সাহিত্য পত্রিকা নয়-এটি একটি সেবামূলক সাহিত্য সংগঠনে রূপ নিয়েছে। এ অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষে কাশবন সাহিত্য পত্রিকা নিরসলভাবে কাজ করে যাচ্ছে। যা কেন্দ্র ও প্রান্তের মধ্যে একটি শক্তিশালী সংযোগ স্থাপন করেছে, যা এ অঞ্চলের কবি ও সাহিত্যিকদের সৃজনশীলতায় এক নতুন ও গভীর মাত্রা যোগ করেছে।

তিনি আরো বলেন, কাশবন সাহিত্য পত্রিকা পুরষ্কার-২০২৪ আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। এতে বাংলা সাহিত্য ও শিল্পসহ মোট ১১টি ক্যাটাগরিতে ১৭ জনকে পুরষ্কৃত করা হবে। এর মধ্যে ৩ জন বিদেশী নারীও রয়েছেন। তিনি সকলের কাছে সহযোগীতা কামনা করেন।

১১ টি ক্যাটাগরীতে যারা মনোনীত হয়েছেন তারা হলেন, কবিতায় টোকন ঠাকুর, সাদিয়া নাজিব ও সৌমিত্র দেব। কথাসাহিত্যে হামীম কামরুল হক, চাণক্য বাড়ৈ। গবেষণা ও সৃজনশীল সাহিত্য রচনায় মাসুদুল হক ও তারেক রেজা। ভ্রমণ সাহিত্যে কামরুল হাসান। পঞ্চকবির গান ও বিশুদ্ধ সঙ্গীত চর্চায় ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় (পঞ্চকবি কণ্যা, কোলকাতা)। পত্রিকা সম্পাদনা ও সাহিত্য রচনায় এজাজ ইউসুফী ও নাহিদা আশরাফী। নারীশিক্ষা, নারীপ্রগতি ও সমাজ শুঙ্খলায় সাবরিনা বিনতে আহমেদ, প্রকাশনায় জেবুন্নেসা জেবু, গবেষণায় তারুণ্যের উদ্দীপনায় সুহৃদ সাদিক। শিক্ষা ও শুদ্ধতায় প্রবীর চক্রবর্তী। মানবিক সাংগঠনিক দক্ষতায় গোপালগঞ্জ জেলা রোভার স্কাউট ও সোনার বাংলা নবীন সংঘ।

বিচারকমন্ডলী হিসাবে যারা উপস্থিত থাকবেন তারা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. গোলাম মোস্তফা, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের অধ্যাপক কবি ও সাহিত্যিক আকমল হোসেন খোকন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কন্ঠ শিল্পী ও গবেষক ড. শরদিন্দু ভট্টাচায্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কথা সাহিত্যিক ও গবেষক ড. শফিফ আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর ও গোপালগঞ্জের এস এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া খানম।

(টিবি/এসপি/মার্চ ১৭, ২০২৫)