বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মালয়েশিয়া থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন প্রবাসী কার্তিক কুমার বিশ্বাস (৪৩) বছর বয়সী এক ব্যক্তি। সে মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বনগ্রামের দিনেশ বিশ্বাসের একমাত্র পুত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার কার্তিক মালয়েশিয়ায় সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে মালেশিয়া পুলিশ তাকে উদ্ধার করে চুংআয়বাতান পাতাই হসপিটালে ভর্তি করে। একপর্যায়ে সেখানে তার মৃত্যু হয়। অনেক স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। তার হাত ধরেই ফিরবে পরিবারের সুদিন। এমন আশা নিয়ে দেশ ছাড়েন কার্তিক কুমার বিশ্বাস। পরিবারে সদস্যদের রোজগারের একমাত্র ভরসা ছিলেন তিনি। কার্তিকের মা মঞ্জু রাণী, তার স্ত্রী রুপালি বিশ্বাস, চার বছরের শিশু পুত্র কৌশিক বিশ্বাস, যেন অনেকটাই অসহায় হয়ে পড়েছে। তারা এই মৃত্যুকে মেনে নিতে পারছে না। গত ১৪ মার্চ মালয়েশিয়া থেকে প্রবাসী কার্তিকের নিথর দেহ দেশে এসে পৌঁছায়। ১৫ মার্চ সকালে তার শেষকৃত্য অনুষ্ঠান মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বনগ্রামে সম্পন্ন হয়েছে। এ মুহূর্তে সমাজের বিত্তবান মানুষ পরিবারটির পাশেব এসে দাঁড়ানো একান্ত প্রয়োজন।

(বিএস/এসপি/মার্চ ১৭, ২০২৫)