মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা কৃষক লীগ সভাপতি আবদুল মান্নান রসুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

গতকাল রবিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. রহিবুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ঝালকাঠি ০২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগের উপদেস্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুর অত্যান্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আ. মান্নান রসুল ৫ আগস্টের পাটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান। ঝালকাঠি জেলা বিএনপি অফিসে বোমার বিস্ফোরণ ও হামলা, জেলা বিএনপির সদস্য সচিবের বাসায় হামলা ভাংচুর, আইনজীবী সমিতিতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃস্টিসহ একাধিক হামলা ভাংচুরের ঘটনায় তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় ৬ টি মামলা হয়।

এসব মামলায় মান্নান রসুল হাইকোর্ট থেকে গত ১৯ ও ২০ জানুয়ারি ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেন। জামিনের মেয়াদ শেষে ৬টি মামলায়ই গতকাল রবিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেন। জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তিনটি মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অবশিস্ট তিন মামলার শুনানি আগামী ১৮ মার্চ ধার্য করেন। আ. মান্নান রসুলের পক্ষে আদালতে শুনানী করেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. বনি আমীন বাকলাই। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন।

(এমআর/এসপি/মার্চ ১৭, ২০২৫)